ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

লড়াকু টাইগারদের বন্দনায় ভারতীয় অধিনায়ক

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ মার্চ ২০১৮, ১৬:৪৮  
আপডেট :
 ১৯ মার্চ ২০১৮, ১৬:৫০

লড়াকু টাইগারদের বন্দনায় ভারতীয় অধিনায়ক

ত্রিদেশীয় টি-২০ সিরিজ নিদাহাস ট্রফির হাইভোল্টেজ ফাইনালে হারের একবুক যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়লেন সাকিব-তামিমরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে ছয় হাঁকিয়ে ভারতকে শিরোপা এনে দিয়েছেন দিনেশ কার্তিক।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের কাছে বাংলাদেশ চার উইকেটে হারলেও টাইগাররা বীরের মতো খেলেছেন বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও এদিন মেতেছিলেন বাংলাদেশ-বন্দনায়। লড়াকু বাংলাদেশের প্রশংসা করতে এতটুকু কার্পণ্যও করেননি প্রতিপক্ষ দলনায়ক।

বাংলাদেশ ১৬৭ রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল ভারতের সামনে। একপর্যায়ে ম্যাচটা চলেই গিয়েছিল ভারতের দিকে। সেখান থেকে দারুণ ব্যাটিং করে অর্ধশতক তুলে নেওয়া রোহিতকে ফিরিয়ে বাংলাদেশকেও ম্যাচে ফিরিয়েছিলেন নাজমুল ইসলাম অপু। মুস্তাফিজের করা দুর্দান্ত ১৮তম ওভার বাংলাদেশ দেখিয়েছিল জয়ের স্বপ্ন। কিন্তু রুবেলের ১৯তম ওভারে ২২ রান এলে ম্যাচটা আবার ভারতের দিকে হেলে যায়। আর শেষ ওভারটা তো বাংলাদেশের জন্য হয়ে রইল ট্র্যাজেডিই।

বাংলাদেশের লড়িয়ে মনোভাবটাই মনে ধরেছে ভারতীয় কাপ্তানের। রুবেল-সৌম্যদের নির্ভীক ক্রিকেট নিয়ে স্তুতি ঝেরেছে রোহিতের কণ্ঠে, ‘বাংলাদেশ ভয়ডরহীন ক্রিকেট খেলেছে। এমন ক্রিকেট সব সময়ই উপভোগ্য। অবশ্য মাঝেমধ্যে আপনি যেটা চাইবেন, সেটা পাবেন না। তবে আমি নিশ্চিত, তাঁরা এ ধরনের ক্রিকেটই খেলতে চাইবে।’

ক্রিকেট মাঠে বাংলাদেশের বদলে যাওয়া ভাবমূর্তিও নজর এড়ায়নি ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়কের। দলের অভিজ্ঞ ক্রিকেটারদের অবদানের কথাও বলেছেন তিনি। শেষ তিন বছরে বাংলাদেশের অভাবনীয় উন্নতির কথা উল্লেখ করে রোহিত আরো বলেছেন, ‘তারা ভীষণ ভালো একটা দল। শেষ তিন বছরে তারা তাদের খেলায় আমূল পরিবর্তন এনেছে। দলের অভিজ্ঞ ক্রিকেটাররা নবীনদের দারুণভাবে গড়ে তুলছেন।’

এদিকে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষে সোমবার সকাল সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিম বাংলাদেশ। টাইগারদের স্বাগত জানাতে এয়ারপোর্টে ছিলেন বোর্ড প্রধান পাপন।

এসময় বোর্ড প্রধান বলেন, ‘ছেলেরা বীরের মতো খেলেছে। এটা ঠিক ভারতের কাছে হেরেছে। ছেলেদের কষ্টটা আমি দেখেছি। হারের পর ওরা ভেঙে পড়েছিল। মানসিক অবস্থা খুব নাজুক ছিল। খেলায় হার-জিত থাকবেই। এক দল জিতবে এক দল হারবে। প্রত্যেকটা ম্যাচেই বাংলাদেশ বীরের মতো খেলেছে।’

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত