ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

দুঃসহ স্মৃতি ভুলে সামনে এগিয়ে যাওয়ার পালা

দুঃসহ স্মৃতি ভুলে সামনে এগিয়ে যাওয়ার পালা

নিদাহাস ট্রফির ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের কাছে ৪ উইকেটে হেরে হৃদয়ভাঙা বেদনা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শেষ বলে হারের সেই দুঃসহ স্মৃতি যত দ্রুত সম্ভব ভুলে যেতে চায় টাইগাররা। ফিরে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা।

পঞ্চমবারের মত কোনো ফাইনালের রানার্সআপ দল হয়ে শ্রীলঙ্কা থেকে আজ সোমবার দেশে ফিরে মুশফিকুর রহিম জানান, তার কাছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে অনেক প্রাপ্তি আছে বাংলাদেশের।

দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমের সামনে মুশফিক বলেন, 'পুরো টি-টোয়েন্টি সিরিজে আমরা ধারাবাহিক ক্রিকেট খেলতে পেরেছি। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। যা কিনা আমরা এর আগে করতে পারিনি।'

মুশি আরও বলেন, 'এই কয়টা দিন আমরা যেভাবে ক্রিকেট খেলেছি, ম্যাচ জিতেছি, পুরো বাংলাদেশ দল কৃতিত্ব পাওয়ার যোগ্য। হোম সিরিজে টি-টোয়েন্টিতে আমরা যেভাবে হেরেছিলাম শ্রীলঙ্কার সঙ্গে, এরপর ওদের মাটিতে এভাবে জেতা অনেক বড় প্রাপ্তি। ঘরের মাঠে ক্লোজ ম্যাচ আমরা জিততে পারিনি, কিন্তু ওখানে আমরা ওভারকাম করে জিতেছি। এটাও আমাদের নতুন প্রাপ্তি।'

মি. ডিপেন্ডেবল বললেন, 'আমি একটাই কথা বলব, আমাদের সুযোগ ছিল, সুযোগটা আমরা হাতছাড়া করেছি। এতো কাছে এসেও আমরা ট্রফিটা পেলাম না, খারাপ লাগবেই। এই যে কষ্ট, এটা আমরা মনে রাখব না। তবে এর থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সময়ে এমন পরিস্থিতি এলে আমরা নার্ভটা যেন আরও শক্ত রাখতে পারি, তখন যেন ওভারকাম করতে পারি সেই চেষ্টাই থাকবে। এখন আমরা শুধু এগিয়ে যেতে চাই।'

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত