ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

ভারতের ‘অশালীন’ মন্তব্যের জবাব দিলেন মাশরাফি

ভারতের ‘অশালীন’ মন্তব্যের জবাব দিলেন মাশরাফি

বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত ‘অশালীন’ মন্তব্যের জবাব দিলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

গতকাল নিহাদাস ট্রফির ফাইনালে বাংলাদেশ-ভারতের ম্যাচের আগে কিছু ভারতীয় টিভি চ্যানেলে ‘অকথ্য’ ভাষায় বাংলাদেশ দলকে উপস্থাপন করা হয়। ভারতীয় হিন্দি টিভি চ্যানেল ‘আজ তাক’-এ ক্রিকেট নিয়ে এক অনুষ্ঠানে বলা হয়, সেমিফাইনালে ‘বাত্তামিজি’ করে জিতেছে বাংলাদেশ। তবে ফাইনাল জিতবে ভারত।

অনুষ্ঠানের উপস্থাপক সাঈদ আনসারি বলেন, খেলায় জেতা শিখলেও আদব শেখেনি সাকিবের দল। তাই ফাইনালে তাদের ‘তামিজ’ শেখাবে রোহিত শার্মার প্রতিনিধিত্বে ভারতীয় দল।

এদিকে উস্কানিমূলক ওই মন্তব্যের নিন্দা জানিয়ে মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘খেলাকে সীমাবদ্ধ রাখা উচিৎ খেলার মধ্যেই।’

ভারতের মিডিয়ার এসব মন্তব্যে অবাক হয়েছেন অধিনায়ক মাশরাফি। এ সময় বাংলাদেশের গণমাধ্যমগুলোর সংবাদ প্রচারে প্রশংসা করেন মাশরাফি। তিনি বলেন, ‘শুনেছি তাদের ভাষা, পরিবার থেকে শিখেছি কেউ অভদ্র কাজ করলেও ভদ্র আচরণ করতে হবে। আমাদের গণমাধ্যম নিয়েও আমরা গর্ববোধ করি।’

শুধু ভারতের সংবাদ মাধ্যমই নয়, বাংলাদেশ ক্রিকেট দলের সমালোচনা হয়েছে শ্রীলঙ্কার মিডিয়াতেও। শ্রীলঙ্কাকে টুর্নামেন্ট ছাড়া করার প্রতিবাদে বাংলাদেশ দলকে ভিলেন হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটির মিডিয়া।

কলম্বোর দৈনিক দ্য আইল্যান্ড এক প্রতিবেদনে বেশ সমালোচনা করা হয়, আইসিসি ও বিসিসিআইয়ের সাবেক প্রধান জগমোহন ডালমিয়াকে ঘিরে। টাইগারদের টেস্ট স্ট্যাটাসপ্রাপ্তিতে ভূমিকা রাখা ডালমিয়াকে এক হাজার ডিম্যারিট পয়েন্ট দেওয়া উচিৎ বলে মন্তব্য করেছে তারা।

এ বিষয়ে মাশরাফি অনুরোধ করে বলেন, ‘খেলাকে খেলার মধ্যেই সীমাবদ্ধ রাখুন। এটা স্পোর্টস, এখানে যুদ্ধের কোনো কারণ দেখি না।’

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত