ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

এবার আফগানিস্তান-অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই

এবার আফগানিস্তান-অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই

হৃদয়ভাঙা বেদনা নিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজ নিদাহাস ট্রফি শেষে আজ দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার আফগানিস্তান-অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে নামবে টাইগার বাহিনী।

স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে শ্রীলংকায় আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে ভারতের কাছে ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ। স্বপ্নপূরণের খুব কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ। দুই এশিয়াকাপের ফাইনালের পরও আবারও সেই নিশিতে স্বপ্নভঙ্গ!

এই ব্যাথা বাংলাদেশকে বেশ কিছুদিন বয়েই চলতে হবে কেননা খুব শীঘ্রই বাংলাদেশের সিরিজ নেই, পরবর্তি সিরিজ প্রায় ২মাস পরে।

তবে শেষ বলে হারের সেই দুঃসহ স্মৃতি যত দ্রুত সম্ভব ভুলে যেতে চায় টাইগাররা। ফিরে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমের সামনে বাংলাদেশ দলের মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম বললেন, 'আমি একটাই কথা বলব, আমাদের সুযোগ ছিল, সুযোগটা আমরা হাতছাড়া করেছি। এতো কাছে এসেও আমরা ট্রফিটা পেলাম না, খারাপ লাগবেই। এই যে কষ্ট, এটা আমরা মনে রাখব না। তবে এর থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সময়ে এমন পরিস্থিতি এলে আমরা নার্ভটা যেন আরও শক্ত রাখতে পারি, তখন যেন ওভারকাম করতে পারি সেই চেষ্টাই থাকবে। এখন আমরা শুধু এগিয়ে যেতে চাই।'

দেখে নিন বাংলাদেশের পরবর্তি সিরিজের সূচি:-

জুন – আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে, দুই টি-২০

জুন – ওয়েস্ট ইন্ডিজ সফর: এখনো ক্যারিবিয়ান সফরে যাওয়ার সূচি চূড়ান্ত নয়

সেপ্টেম্বর – এশিয়া কাপ: অংশগ্রহণকারী দল ও সূচির দিনক্ষণ ঠিক করা হয়নি

সেপ্টেম্বর – অস্ট্রেলিয়া সফরে ২টি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

নভেম্বর ও ডিসেম্বর – বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত