ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

রুবেলকে প্রশংসায় ভাসালেন ব্রেট লি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ মার্চ ২০১৮, ১১:০০  
আপডেট :
 ২০ মার্চ ২০১৮, ১৮:৩৫

রুবেলকে প্রশংসায় ভাসালেন ব্রেট লি

নিদাহাস ট্রফিতে রুবেলের পারফরম্যান্স দেখে রীতিমতো মুগ্ধ অস্ট্রেলিয়ান সাবেক গতিতারকা ব্রেট লি। তার মতে, নিদাহাস ট্রফিতে যত পেসার খেলেছেন, তাদের মধ্যে রুবেলের ইয়র্কার দেওয়ার ক্ষমতাই মনে ধরেছে।

ফাইনালে প্রথম ৩ ওভারে ১৩ রানে ২ উইকেট নিয়েছিলেন রুবেল। খেলেছেন প্রত্যেকটি ম্যাচ। ওখানে বিশেষজ্ঞ ধারাভাষ্যকার হিসেবে ছিলেন ব্রেট লি। ভিন্ন অ্যাকশনের বোলার রুবেলের খেলাটা খুব মন দিয়েই দেখেছেন অজি সাবেক পেসার। রুবেলের বোলিং বৈচিত্র্যে মুগ্ধ হয়েছেন খুব। এর সাথে তার মন কেড়েছে রুবেলের ইয়র্কারের ধারাবাহিকতাও।

ফাইনালে রুবেল যখন ১৯তম ওভার করতে আসলেন তখন জয়ের জন্য ভারতের দরকার ১২ বলে ৩৪ রান। রুবেলের সেই ওভার থেকে দিনেশ কার্তিক তুলে নিলেন ২২ রান। জয়টা চলে এল ভারতের একেবারে নাগালের মধ্যেই।

তারপরেও পুরো টুর্নামেন্ট দেখে রুবেলকেই প্রাপ্য সম্মান দিচ্ছে সাবেক অজি এই তারকা। ব্রেট লির মতে, ‘রুবেলই খুব সম্ভবত এই প্রতিযোগিতার একমাত্র বোলার, যে বলের সিম সোজা রেখে বোলিং করেছে। স্বল্প রানআপে দারুণ দারুণ সব ইয়র্কার দিয়েছে।’

  • সর্বশেষ
  • পঠিত