ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

‘ম্যাচ ডিলেইড বাই ট্র্যাফিক জ্যাম’

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ মার্চ ২০১৮, ১৮:৩৪

‘ম্যাচ ডিলেইড বাই ট্র্যাফিক জ্যাম’

কত কারণেই তো ক্রিকেট ম্যাচ শুরু হতে দেরি হতে পারে। ক্রিকেটপ্রেমীরা সাধারণত অভ্যস্ত বৈরী আবহাওয়ার কারণে ম্যাচ দেরিতে শুরু হতে দেখতে। দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণের কারণেও খেলা দেরিতে শুরু হতে পারে। কিন্তু যানজটের কারণে খেলা দেরিতে শুরু হওয়ার ঘটনা বিরল তো বটেই। আজ ঢাকা প্রিমিয়ার লিগে এমন ঘটনা ঘটেছে। বিকেএসপিতে কলাবাগান ক্রীড়াচক্র ও মোহামেডানের স্পোর্টিংয়ের মধ্যকার ম্যাচটি দেরিতে শুরু হয়েছে যানজটের কারণে।

ঢাকা থেকে বিকেএসপি—যানজটপ্রবণ এই রাস্তায় গ্যাঁড়াকলে পড়েন অনেকেই। আজ কলাবাগান ও মোহামেডান ম্যাচ দেরিতে শুরু হওয়ার মূল কারণ সাভার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) সামনের যানজট। নির্ধারিত সময়ে পৌঁছালেও খেলা শুরুর প্রস্তুতি নিতে নিতে আধা ঘণ্টা পেরিয়ে যায়। পরে সকাল ৯টার খেলা শুরু হয় সাড়ে ৯টায়।

কলাবাগানের কোচ জালাল আহমেদ চৌধুরী জানিয়েছেন, ইপিজেডের যানজটই সমস্যাটা সৃষ্টি করেছে। বাস আটকে ছিল অনেকক্ষণ। পরে খেলোয়াড়েরা রিকশায় করে বিকেএসপি পৌঁছান। মাঠে পৌঁছেই তো আর খেলায় নেমে যাওয়া যায় না!

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত