ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

এটিই আমার শেষ বিশ্বকাপ: ক্রিস গেইল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ মার্চ ২০১৮, ১৬:৩৯

এটিই আমার শেষ বিশ্বকাপ: ক্রিস গেইল

ক্রিকেটে একটা সময় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতো ক্যারিবিয়রা। তবে সময়ের বিবর্তনে ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টির যুগে সাম্রাজ্য হারিয়ে ফেলছে ওয়েস্ট ইন্ডিজ। এখন বিশ্বকাপ খেলতে বাছাইপর্বের বাঁধা টপকাতে হয় ক্যারিবিয়ানদের।

এবার বিশ্বকাপেই খেলা হত না ওয়েস্ট ইন্ডিজের। স্কটল্যান্ডের বিপক্ষে বৃষ্টি না হলে বিশ্বকাপে দর্শক হয়েই থাকতে হত গেইলদের। তবে বৃষ্টি আইনে স্কটল্যান্ডকে ৫ রানে হারিয়ে ২০১৯ বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন তারা।

এ জয়ে ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে স্থান করে নেয়ায় ভক্তদের বিশেষ বার্তা দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল- 'নিশ্চিতভাবেই মিশন সফল হয়েছে। বাছাইপর্বের বৈতরণী অতিক্রম করতে আমাদের দীর্ঘ যাত্রা ও প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। যদিও বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতেছি, তবু সবাইকে ধন্যবাদ। কারণ জয় সবসময় জয়ই। আরেকটি বিশ্বকাপে খেলতে পারব বলে আমি আনন্দিত। আমাদের এখন ফিট থাকতে হবে এবং এ দলটি তরুণ। এটিই আমার শেষ বিশ্বকাপ। এ জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।'

এই ঘোষণার মধ্য দিয়েই ক্যারিবিয়ান ব্যাটিং দানব জানিয়ে দিলেন, ২০১৯ বিশ্বকাপই হতে যাচ্ছে গেইলের শেষ বিশ্বকাপ।

  • সর্বশেষ
  • পঠিত