ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৩ মিনিট আগে
শিরোনাম

রাশিয়াকে উড়িয়ে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি

রাশিয়াকে উড়িয়ে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি

২১ তম ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার প্রস্তুতি পর্বটাও ভালোভাবে শুরু করল ব্রাজিল। বিশ্বকাপের স্বাগতিক রাশিয়াকে তাদের মাঠেই উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

নেইমার বিহীন ব্রাজিল স্কোয়াডে জায়গা পেলেন জুভেন্টাসের দগ্লাস কস্তা। প্রথম দিকে বেশ ভালো মত চল্লেও নেইমার অভাব স্পষ্টই ছিলো। র‍্যাংকিং এ দুই নাম্বারে থাকা দল ব্রাজিল যেনো হাপিয়ে পড়লো রাশিয়ার বিপক্ষে। চার মিনিটে গ্যাব্রিয়েল জেসুস ডি বক্স থেকে শট নিয়েও পারলেন না। আট মিনিটে পালটা এটাকে রাশিয়াও নড়ে চড়ে বসলো। আক্রমণ পালটা আক্রমণে ৬০ হাজার দর্শক তখন রাশিয়া বলেই স্ট্যাডিয়াম মাতিয়ে তুলছে।

ব্রাজিলের কোণঠাসা আরো বেড়ে গেলো। গেলো সময়ে মার্সেলো কৌতিনহো উইলিয়ানরা বেশ দূর থেকে রাশিয়া গোলকিপারকে পরাস্ত করার ব্যর্থ চেষ্টাও করলেন। তবে ম্যাচের ৩৪ মিনিটে এলিসনকে ভালো মত পরিক্ষা দিতে হলো। অসাধারণ ভাবে বলটা উচিয়ে দেন এলিসন যে কারণে কর্নার পায় রাশিয়া। প্রথমার্ধের শেষ দিকে রাশিয়ার বেশ ক’টা আক্রমণ চোখে পড়ার মত ছিলো। কিন্তু আলভেজ, মিরান্ডা, মার্সেলো, সিলভারা বেশ ভালোমতই সামাল দিয়েছে।

প্রথমার্ধের শূন্য শূন্য ফলাফলে ব্রাজিল কোচ তিতে তখন নতুন ছক আঁকলেন। দুই দুই চার মিলিয়ে নেইমার বিহীন ব্রাজিলের হতাশাও তৈরি করলেন পাওলিনহো। ম্যাচে ৪৭ মিনিটে ফাকা পোস্টে গোল করতে ব্যর্থ হন এই ব্রাজিলিয়ান। কিন্তু ৫৩ মিনিটেই ঘুরে দাঁড়ায় পাচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। মিরান্ডার গোলে এগিয়ে যায় তারা। এরপর পুরোনো রূপে ফিরে আসা সেই সাম্বা ফুটবল। দ্বিতীয়ার্ধের সময় রাশিয়াকে আর খুজেই পাওয়া গেলো না।

এরপর ষাট মিনিটে একই ভুল করলেন পাওলিনহো। ফাকা গোল বারে আবারো ব্যর্থ হলেন তিনি। হতাশা গুলো পিছনে ফেলতে নিজেদের প্রমাণ করতে আরো দৃঢ় বিশ্বাসী হলো হলুদ জার্সিরা। তার ফলাফল এলো ম্যাচের ৬১ মিনিটেই। পেনাল্টিতে স্কোর দ্বিগুণ করলেন কৌতিনহো। আর ঠিক পাচ মিনিট পরেই ভুল গুলো শুধরে নিয়ে উইলিয়ানের এসিস্টে গোলের দেখা পেলেন পাওলিনহো। তবে ৮২ মিনিটে গোলকিপার এলিসন বোকা হয়ে গেলেও ভুল করেন নি থিয়াগো সিলভা। মাথা দিয়ে অসাধারণ ভাবে ব্লক করেন রাশিয়াকে। সে পর্যন্ত ম্যাচ থামে ০-৩ গোলেই।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত