ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

স্মিথের অধিনায়কত্ব সরাতে অস্ট্রেলীয় সরকারের নির্দেশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০১৮, ১২:৩৮

স্মিথের অধিনায়কত্ব সরাতে অস্ট্রেলীয় সরকারের নির্দেশ

বল টেম্পারিংয়ের অভিযোগে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক স্টিভেন স্মিথকে অধিনায়কত্ব থেকে সরানোর নির্দেশ দিয়েছে স্বয়ং অস্ট্রেলিয়ার সরকার। রোববার অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) সরকারের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল অজিদের বল টেম্পারিংয়ের ঘটনাকে ‘দুঃখজনক’ বলে আখ্যা দিয়েছেন।

বল টেম্পারিংয়ের অভিযোগ যুগে যুগে উঠেছে অনেকের বিরুদ্ধেই। শাস্তিও হয়েছে। তবে এভাবে প্রকাশ্যে দায় স্বীকার করে নেওয়ার ঘটনা ক্রিকেটে বিরল।

কেপটাউন টেস্টের তৃতীয় দিনে বলের অবস্থা পরিবর্তন করার চেষ্টার কথা স্বীকার করেছেন অস্ট্রেলিয়া দলের ব্যাটসম্যান কেমেরন ব্যানক্রফট। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি আম্পায়ারদের সাথে কথা বলেছিলাম। তারা আমাকে বলের অবস্থা পরিবর্তনের জন্য জিজ্ঞাসাবাদ করে।’

অধিনায়ক স্মিথ এ কথার সূত্র ধরে বলেন, ‘নেতৃত্বস্থানীয়রা এ বিষয় নিয়ে জানত। আমরা মধ্যাহ্ন বিরতিতে এ নিয়ে কথা বলি। আসলে এটা খুবই অসম্মানজনক এবং আমরা এর জন্য অনুতপ্ত। কোচিং স্টাফদের কোনো দোষ নেই। এটা আসলে খেলার স্পিরিটের বাইরে। এটার জন্য আমার সততা, আমার দলের সততা ও আমার নেতৃত্বস্থানীয়দের সততা প্রশ্নবিদ্ধ হয়েছে। আশা করি ভবিষ্যতে এমন আর হবে না।’

  • সর্বশেষ
  • পঠিত