ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

সাকিব নন, হায়দ্রাবাদের অধিনায়ক উইলিয়ামসন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০১৮, ১৫:০৮

সাকিব নন, হায়দ্রাবাদের অধিনায়ক উইলিয়ামসন

বল টেম্পারিং কাণ্ডে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন অজি টেস্ট দলের সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এমনকি আইপিএলেও তাকে অধিনায়কের পদ থেকেও সরিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি। গুঞ্জন ছিল, ওয়ার্নারের পরিবর্তে হায়দ্রাবাদের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন সাকিব আল হাসান। কিন্তু অফিসিয়াল ঘোষণা অনুযায়ী সাকিব নন, হায়দ্রাবাদের নতুন অধিনায়ক হলেন কেন উইলিয়ামসন।

এক বিবৃতিতে হায়দ্রাবাদের প্রধান নির্বাহী কে শানমুগাম জানান, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ২০১৮ আইপিএলে হায়দ্রাবাদকে নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন।’

অধিনায়কত্ব পেয়ে উইলিয়ামসন জানান, ‘এই আসরে হায়দ্রাবাদের নেতৃত্ব গ্রহণ করছি। দুর্দান্ত সব খেলোয়াড়কে নেতৃত্ব দেওয়া সত্যিই দারুণ কিছু। এই চ্যালেঞ্জকে সঙ্গী করে সামনের দিকে তাকিয়ে আছি।’

২০১৬ সালে হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক ওয়ার্নার। এবার তিনি থাকছেন না। এই দলে এবার খেলবেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতীয় ২ কোটি রূপিতে সাকিবকে নিয়েছে হায়দ্রাবাদ।

এদিকে, হায়দ্রাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্ণণ সংবাদমাধ্যমে জানান, ‘কেপটাউন টেস্টে যা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গোটা বিষয়টি নিয়ে সানরাইজার্সও উদ্বিগ্ন। আমরা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পদক্ষেপের অপেক্ষায় ছিলাম। এরপর নিজেদের মধ্যে আলোচনা করে ওয়ার্নারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।’

  • সর্বশেষ
  • পঠিত