ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

বর্ণবাদের অভিযোগে অবাক হিথ স্ট্রিক

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৮, ১৫:৪৩

বর্ণবাদের অভিযোগে অবাক হিথ স্ট্রিক

জিম্বাবুয়ের ক্রিকেটে এখন টালমাটাল অবস্থা। বিশ্বকাপের বাছাইপর্বের বাঁধা পেরোতে পারেনি। সেই কারণেই জিম্বাবুয়ের ক্রিকেটে এখন করুণ অবস্থা। একে একে পদত্যাগ করা শুরু করেছে কোচ থেকে ম্যানেজম্যান্টের অনেকেই।

অনেকটা দিন বাংলাদেশের বোলিং কোচ ছিলেন। নিজ দেশ জিম্বাবুয়েতে বোলিং কোচের দায়িত্ব নিয়ে ভালোই করছিলেন তিনি। তবে দুর্ভাগ্যক্রমে বিশ্বকাপেই থাকবে না তার নিজ দেশ। এতে চাকরি হারিয়েছেন হিথ স্ট্রিকও। তবে চাকরি হারানোর পাশপাশি আরেকটি অভিযোগ তুলা হয়েছে স্ট্রিকের বিরুদ্ধে। তা হলো, বর্ণবাদের অভিযোগ।

স্ট্রিকের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তাভেঙ্গা মুকুহলানি। তবে তার এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন ৪৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।

এরকম অভিযোগ শুনেই স্ট্রিক বলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান আমাকে বর্ণবাদী হিসেবে অভিযুক্ত করলেন, আমার কাছে এটা অস্বাভাবিক এবং হাস্যকর মনে হয়েছে। বাছাইপর্বে আমি কৃষ্ণাঙ্গদের বাদ দিয়ে শ্বেতাঙ্গদের নিয়েছি, এ অভিযোগ হাস্যকর।’

  • সর্বশেষ
  • পঠিত