ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

আর্সেনালের দায়িত্ব ছাড়ছেন ওয়েঙ্গার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০১৮, ১৭:০৬  
আপডেট :
 ২০ এপ্রিল ২০১৮, ১৭:১১

আর্সেনালের দায়িত্ব ছাড়ছেন ওয়েঙ্গার

২২ বছরের সম্পর্কে ইতি। চলতি মৌসুম শেষেই আর্সেনালের দায়িত্ব ছাড়ছেন আর্সেন ওয়েঙ্গার। শুক্রবার নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ফরাসি কোচ। প্রিমিয়ার লিগে এইমুহূর্তে ৬ নম্বরে আছে আর্সেনাল। ইউরোপা লিগ না জিততে পারলে পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না তারা।

২২ বছরে ১০টি মেজর ট্রফি জিতিয়েছেন আর্সেনালকে। প্রিমিয়ার লিগের ৮০০ ম্যাচে কোচিং করিয়েছেন। ওয়েঙ্গার জানিয়েছেন, ‘‌চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবের সঙ্গেও আলোচনা করেছি। এটাই সঠিক সময় সরে যাওয়ার। দীর্ঘদিন ধরে ক্লাবের দায়িত্ব সামলেছি। যা আমার কাছে অত্যন্ত গর্বের। নিজের পেশাদারিত্ব বজায় রেখেছি। আর্সেনালের কর্তা থেকে ফুটবলার, সাপোর্ট স্টাফ, সদস্য ও সমর্থকদের ধন্যবাদ। সমর্থকদের কাছে আমার আবেদন এ মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবের পাশে থাকুন।’‌

১৯৯৬ সালের অক্টোবরে আর্সেনালের ম্যানেজার হয়েছিলেন ওয়েঙ্গার। জিতেছেন তিনটি প্রিমিয়ার লিগ ও সাতটা এফএ কাপ। সাম্প্রতিক পারফরম্যান্স ভাল না হওয়ায় ওয়েঙ্গারের অপসারণ চাইছিলেন সদস্য–সমর্থকরা। অবশেষে চলতি মৌসুম শেষেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ওয়েঙ্গার। ‌

  • সর্বশেষ
  • পঠিত