ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

শিরোপার লক্ষ্যে রাতে মাঠে নামছে বার্সেলোনা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০১৮, ১৭:৫৮

শিরোপার লক্ষ্যে রাতে মাঠে নামছে বার্সেলোনা

কোপা দেল'রের ফাইনালে আজ রাতে শিরোপার লক্ষ্যে মুখোমুখি হবে বার্সেলোনা ও সেভিয়া। মাদ্রিদের মেট্রোপলিটন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত দেড়টায়।

ইউরোপীয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টানা তৃতীয়বারের মতো কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়। এতে অনেকটাই বিমর্ষ বার্সেলোনা শিবির। কোপা দেল'রের শিরোপা জিতেই স্বান্তনা নিতে পারে কাতালানরা। কারণ শিরোপা থেকে মাত্র একধাপ দুরে বার্সেলোনা।

টুর্নামেন্টে সবচেয়ে সফল বার্সা। শিরোপা উচিয়ে ধরেছে রেকর্ড ২৯বার। টানা চতুর্থবার চ্যাম্পিয়নের পথে তারা। চোট কাটিয়ে কোপার ফাইনালে ফিরছেন ইভান রাকিটিচ। বিশ্রাম কাটিয়ে একাদশে খেলবেন দলের সেরা তারকা মেসি, সুয়ারেজ, পিকে, অ্যালবা। টানা ৪০ ম্যাচ অপরাজিত ভালভার্দের শিষ্যরা বেশ আত্মবিশ্বাসী।

তবে আত্মবিশ্বাসী আছে সেভিয়াও। সবশেষ লিগ ম্যাচে ২-২ গোলে বার্সাকে রুখে দিয়েছে তারা। ২০১৬'র ফাইনালে হারের প্রতিশোধও নেয়ার পালা সেভিয়ার সামনে। সুযোগটাকে কাজে লাগাতে চায় হোয়াইট রেডরা। সে লক্ষ্যেই মেসি, সুয়ারেজদের আটকানোর ছক কষছেন কোচ মনতেল্লা।

ইনজুরিতে থাকায় সেবাস্টিয়ান করশিয়াকে পাচ্ছেনা সেভিয়া। ভাজকোয়েস, মুরিয়েলদের নিয়েই আশাবাদী ওরা। দু’দলের ৫৫ বারের দেখায় ৩৩ ম্যাচেই জিতেছে বার্সা। বিপরীতে ১১টিতে জয় সেভিয়ার।

  • সর্বশেষ
  • পঠিত