ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

কোপা দেল রে শিরোপা বার্সেলোনার

কোপা দেল রে শিরোপা বার্সেলোনার

এই নিয়ে টানা চতুর্থবার কোপা দেল রে চ্যাম্পিয়ন হল স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনা।

শনিবার রাতে সেভিয়াকে বড় ব্যবধানে হারিয়ে কোপা দেল রে জিতল বার্সা। ওয়ান্দা মেট্রোপলিটনের মাঠে সুয়ারেজ ও মেসি খেলার প্রথমার্ধেয় তিন গোলে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ০-৫ গোলস্কোর ম্যাচ জেতে বার্সা।

কৌতিনহোর দেওয়া পাস থেকে ম্যাচের ১৪ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন সুয়ারেজ। কিছুক্ষণ পর ৩১ মিনিটে জর্দি আলবার বাড়ানো বলকে জোরালো শটে গোলে পরিবর্তিত করেন মেসি। সুয়ারেজের জোড়া গোল এবং মেসির এক গোল ছাড়াও ম্যাচের দ্বিতীয়ার্ধে ইনিয়েস্তা এবং কৌতিনহো দুটি গোল করেন।

এদিন গোল করে রেকর্ড গড়ার পাশাপাশি সতীর্থদের দুটি গোলেও অবদান রাখলেন লিওনেল মেসি। তেলমো জারার পর ইতিহাসের দ্বিতীয় প্লেয়ার কোপা দেল রের ৫ টি ফাইনালে গোল করে ইতিহাস গড়লেন মেসি। আর্জেনটাইন জাদুকর এই নয় সিজনেই করেছেন ৪০ টির বেশি করে গোল।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত