ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

খেলতে গিয়ে ফিরছেন না ২৫৫ অ্যাথলেট

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০১৮, ১৮:০৬

খেলতে গিয়ে ফিরছেন না ২৫৫ অ্যাথলেট

গতমাসে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বসেছিল কমনওয়েলথ গেমসের আসর। শেষ হতেই প্রকাশিত হলো বিস্ফোরক তথ্য। ২৫৫ জন অ্যাথলেট এবার দেশেই ফিরতে চাইছেন না।

এদের মধ্যে রয়েছেন কয়েকজন ভারতীয়। এমনকি ৫০জনের কাছাকাছি অ্যাথলেট ইতিমধ্যে শরণার্থী ভিসার জন্য আবেদনও করে ফেলেছেন। প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৮,১০৩ জন অ্যাথলেট ও কর্মকর্তা। এদের অস্থায়ী ভিসা ছিল। যা ১৫ এপ্রিল শেষ হয়েছিল। ভিসা শেষ হওয়ার পরেও যারা অস্ট্রেলিয়ায় থেকে গিয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করেছে সেদেশের প্রশাসন।

এই অ্যাথলেটরা সিয়েরা লিয়ন, ঘানা, নাইজিরিয়া পাকিস্তান এবং ভারত থেকে এসেছিলেন। অস্ট্রেলীয় প্রশাসনের তরফে বলা হয়েছে, অ্যাথলেটরা চাইলে সেদেশে থাকতেই পারেন, তবে তার জন্য যথাযথ ভিসা থাকতে হবে। অস্ট্রেলিয়া অতিথিদের প্রতি যথেষ্ট অনুভূতিশীল।

  • সর্বশেষ
  • পঠিত