ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ইতালিহীন রাশিয়া বিশ্বকাপ, তার মধ্যেই বিদায় পির্লোর

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০১৮, ০১:৫০

ইতালিহীন রাশিয়া বিশ্বকাপ, তার মধ্যেই বিদায় পির্লোর

আন্তর্জাতিক ফুটবলকে আগেই বিদায় জানিয়েছিলেন ইতালি তারকা খেলোয়াড় আন্দ্রে পির্লো। এবার সব ধরণের ফুটবল থেকেই অবসর নিলেন তিনি। সোমবার সান সিরোতে তারকাখচিত অনুষ্ঠানের নামকরণ করা হয়েছিল, ‘নাইট অফদ্য মাস্টার’।

এই অনুষ্ঠানে অংশ নিতে গোটা বিশ্ব থেকে এসেছিলেন পির্লোর প্রাক্তন, বর্তমান সতীর্থরা। পাওলো মালদিনি থেকে সদ্য জুভেন্টাস ছাড়া জিয়ানলুইগি বুঁফো। রবার্তো বাজ্জিও থেকে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। সঙ্গে স্টেডিয়াম জুড়ে ছিল ৫০ হাজার ফ্যান। একটি চ্যারিটি ম্যাচও হয়। যার ফল ৭-৭। সেখানে খেলেন পির্লোর ছেলেও ছিলেন।

ইতালির হয়ে ১১৬টি ম্যাচ খেলেছেন পির্লো। গত নভেম্বরে দেশের জার্সি খুলে রেখেছেন তিনি। দেশের হয়ে ২০০৬ বিশ্বকাপ জিতেছিলেন। তার অর্জনে রয়েছে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এবং ছ’টি সিরি ‘এ’।

শেষে তিনি বলেন, ‘২১ মে আমি ফুটবল থেকে অবসর নিলাম কারণ, ২১ আমার নম্বর ছিলো আর আমার অভিষেক হয়েছিল মে মাসে।’

বিএএফ/

  • সর্বশেষ
  • পঠিত