ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ভিলিয়ার্সকে শুভেচ্ছা জানালেন আনুশকা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০১৮, ১৭:৩৩

ভিলিয়ার্সকে শুভেচ্ছা জানালেন আনুশকা

সবাইকে অবাক করে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। টুইটারে একটি ভিডিও পোস্টে নিজের অবসরের কথা জানিয়ে দিয়ে ভিলিয়ার্স বলেন, 'আমি ক্লান্ত, এবার অন্য কারও দায়িত্ব নেওয়ার সময় এসেছে।'

এবি ডিভিলিয়ার্সের এই সিদ্ধান্তে চমক তো ছিলই। কারণ আগে থেকে এমন কোনও আভাসই ছিল না। সেই টুইটে এবি লেখেন, ‘১১৪টি টেস্ট ম্যাচ, ২২৮টি ওডিআই ও ৭৮টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর এ বার অন্য কারও এই দায়িত্ব নেওয়ার সময় এসেছে।’

তাই তিনি সব ফর্ম্যাটের ক্রিকেটকেই বিদায় জানাচ্ছেন। এমনকি দেশের বাইরের কোনও টুর্নামেন্টেও খেলবে না। শুধু দেশের তার ডোমেস্টিক দলে খেলবেন বলে জানিয়েছেন।

আইপিএলে এবি ডি ভিলিয়ার্স বিরাট কোহলির দীর্ঘদিনের সতীর্থ। তাই আনুশকার কাছের তিনি এবং তার পরিবার। ভারতীয় দলের ফার্স্ট লেডি ডি ভিলিয়ার্স ও তার স্ত্রী ড্যানিয়েলকে ট্যাগ করে টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘জীবনে আমরা যা সদর্থক কাজ করি যা অন্যের জীবনের উপর প্রভাব ফেলে, সেটাই প্রাপ্তি। তুমি সবটাই খুব ভালভাবে সামলেছ। তোমাদের জীবন সুখি হোক।’’

আগের দিন এবি বলেছিলেন, ‘আমার সময় আমি পার করে এসেছি। আমি ক্লান্ত। এটা কঠিন সিদ্ধান্ত ছিল। অনেকটা ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। আমি তখনই অবসর নিতে চেয়েছিলাম যখন আমি সেরা ক্রিকেটটা খেলছি।’এটাই সঠির সময় বলে মনে করছেন তিনি। আর আনুশকার মতো এরকম শুভেচ্ছা তার বাকি জীবনেরও সম্পদ হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • পঠিত