ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

পর্তুগালে কাপ নিবে রোনালদোই: লুইস ফিগো

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০১৮, ১৭:৫০

পর্তুগালে কাপ নিবে রোনালদোই: লুইস ফিগো

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আর মাত্র ২০ দিন বাদেই পর্দা উঠবে রাশিয়া ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে কার হাতে উঠবে শিরোপা তা নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে জল্পনা-কল্পনা। আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিল নিয়ে অনেক কথা শোনা গেলেও পর্তুগাল নিয়ে এতদিন কেউ কিছু বলেনি। অবশেষে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ যে রাশিয়া থেকে কাপ নিয়ে যাবে, এমন কথা বলার লোকও পাওয়া গেল।

যিনি বললেন, তিনি নিজেও কিংবদন্তি। তার চেয়ে বড় কথা, পর্তুগালের সর্বকালের সেরাদের এক জন। লুইস ফিগো। শুধু তো পর্তুগাল নয়। তার আগে রিয়াল মাদ্রিদও নাকি চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। জিতবে এক জনের জন্যই। তিনি, ক্রিশ্চিয়ানো রোনালদো। ফিগোর কথা ঠিক হলে, পর্তুগিজ মহাতারকার সৌজন্যে প্রথম বার বিশ্বকাপ জিতবে ইউসেবিয়োর দেশ। কী বলেছেন ফিগো, ‘রিয়ালের ইতিহাস ও অভিজ্ঞতার দিকে তাকান। ওদের বিরুদ্ধে তাই লিভারপুলকে এগিয়ে রাখার কোনও সুযোগই নেই। মানছি, যে কোনও ফাইনালেই ধুন্ধুমার লড়াই হয়। তা সত্ত্বেও রিয়ালই এগিয়ে থাকবে।’

বিশ্বকাপে কেন পর্তুগালকে খেতাবের অন্যতম দাবিদার বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন ফিগো। বলেছেন, ‘আশা করছি, পর্তুগাল এবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে। আমাদের দলটা একই সঙ্গে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেল। তা ছাড়া এক বার অন্তত আমাদের কাপ জেতা দরকার। হতে পারে, অনেকেই রাশিয়ায় আমাদের ফেভারিট মনে করছে না। কিন্তু আমি জানি, রোনালদোরা সব হিসেব উল্টে দিতে পারে। আমার বাজি পর্তুগালই।’

বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পর্তুগালের সঙ্গে রয়েছে স্পেন, মরক্কো ও ইরান। ১৫ জুন প্রথম ম্যাচেই স্পেনের বিরুদ্ধে খেলবেন রোনালদোরা। যে ম্যাচ নিয়ে ইতোমধ্যেই উত্তাপ বাড়তে শুরু করে দিয়েছে বিশ্বফুটবলে। ফুটবল পণ্ডিতদের মতে, অঘটন না ঘটলে পর্তুগালের নক-আউট পর্বে যোগ্যতা অর্জন নিশ্চিত। যদিও বিশ্বকাপ শুরু আগেই পর্তুগাল দলগঠন নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ২০১৬-তে ইউরো কাপ চ্যাম্পিয়ন দলের অনেকেই এবার বাদ পড়ছেন।

শুধু তাই নয়। অধিনায়ক রোনালদোও বিদ্ধ হয়েছেন অভিযোগে। সি আর সেভেন নাকি প্রভাব খাটিয়ে নিজের পছন্দের ফুটবলারদেরই দলে রেখেছেন! ফিগো অবশ্য অন্দরমহলের বিতর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি।

  • সর্বশেষ
  • পঠিত