ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ক্রোয়েশিয়ার সঙ্গে হারের পর ট্রলের শিকার রোকুজ্জো!

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ জুন ২০১৮, ১৫:০৬

ক্রোয়েশিয়ার সঙ্গে হারের পর ট্রলের শিকার রোকুজ্জো!

রাশিয়া বিশ্বকাপে গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। এই ম্যাচে যেন খুঁজেই পাওয়া যায়নি বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসিকে। স্বাভাবিকভাবেই ম্যাচটিকে ঘিরে মেসির ওপর ভক্তদের প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু জ্বলে উঠতে ব্যর্থ হন তিনি। এই ম্যাচের পর দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে ক্ষুদে জাদুকরকে। আর্জেন্টিনার এই হারে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর কোনো ভূমিকা না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে ভক্তদের কটূক্তির শিকার হয়েছেন তিনিও।

রাশিয়া বিশ্বকাপে স্বামীর সঙ্গী হতে পারেননি মেসিপত্নী। তাই স্বামীকে শুভকামনা জানাতে ম্যাচের আগে তিন মাস বয়সী সন্তানের ছবি ইন্সটাগ্রামে আপলোড করেন রোকুজ্জো। হ্যাশট্যাগ দিয়েছিলেন #ভ্যামোসপাপি; যার অর্থ #গোড্যাডি।

আন্তোনেলার শুভকামনা পড়েই রইলো। ম্যাচটা হাতছাড়া হয়ে গেল আর্জেন্টিনার। বার্সেলোনায় মেসির সতীর্থ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচ শেষ পেরেকটি ঠুকে দেন আর্জেন্টিনার কফিনে। আর তারপরই ক্ষোভে যেন ফেটে পড়ে আর্জেন্টাইন সমর্থকরা। আন্তোনেলার পোস্টে আসতে থাকে একের পর এক বিস্ফোরক মন্তব্য।

ইন্সটাগ্রামের ওই ছবিতে একজন ক্ষুব্ধ সমর্থকের মন্তব্য ছিল, 'বাবা একজন লুজার'। আরেকজন লেখেন, 'বাবা শীঘ্রই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ঘরে ফিরে আসবেন।'

গ্রুপ 'ডি' তে নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শেষ ম্যাচের দিকে ইঙ্গিত করে অন্য একজন সমর্থকের মন্তব্য ছিল, 'আমি আশা করি তুমি মেসিকে নাইজেরিয়ার সঙ্গে ভাল খেলার জন্য বলবে।'

তবে কেউ কেউ আবার মেসি পরিবারের পক্ষেও দাঁড়িয়েছেন। তাদের বক্তব্য ছিল, 'এগিয়ে যাও মেসি! তোমার পরিবারের জন্য হলেও ঘুরে দাঁড়াও।'

এর আগে বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে গোল করতে না পারার কারণেও সমর্থকদের সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলের সমতাসূচক ফলাফল নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল আলবিসেলেস্তেদের।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত