ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

‘পারলে কিছু জিতে নিজেকে বিশ্বসেরা দাবি করো’

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ জুন ২০১৮, ১৬:০৭  
আপডেট :
 ২২ জুন ২০১৮, ১৬:১৫

‘পারলে কিছু জিতে নিজেকে বিশ্বসেরা দাবি করো’

রাশিয়া বিশ্বকাপের গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে বিধ্বস্ত হয়েছে অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। মেসিদের এমন পারফরম্যান্সে যারপরনাই ক্ষুব্ধ ও হতাশ ভক্ত-সমর্থকরা। কেউ দুষছেন কোচকে, কেউ ক্ষুদে যাদুকর লিওনেল মেসিকে, কেউবা আবার পুরো দলকে। আর এই বিশ্বকাপকে বলা হচ্ছে বিশ্বমঞ্চে মেসির নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ। কিন্তু বার্সেলোনা থেকে রাশিয়ায় উড়ে এসে কেমন যেন নিজেকে হারিয়ে ফেললেন তিনি। মেসি না রোনালদো, কে সেরা? এমন প্রশ্নের জবাবে রোনালদো যেখানে বারবার নিজেকে প্রমাণ করে চলেছেন সেখানে মেসি রয়ে গেছেন নিষ্প্রভ।

মেসির এমন অনুজ্জ্বল পারফরম্যান্সে চটেছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। বিশ্বকাপে মেসির খেলা এবং রোনালদোর সঙ্গে তার দ্বৈরথ সবকিছুকেই সামনে এনে একাধিক টুইট করেছেন ম্যারাডোনা। বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য সেগুলো তুলে ধরা হলো-

ম্যারাডোনা বলেছেন, মদ্রিচ দুর্দান্ত খেলেছে। আজ আর্জেন্টিনার তার মতো খেলোয়াড়ের বড়ই প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমাদের নেতারা (খেলোয়াড়) আজ আর নেতা নন। মেসির সেই সক্ষমতা নেই। কসাইখানায় গিয়ে সে ছাগলের সঙ্গে ছবি তুলেছে। কিন্তু তুমি সর্বকালের সেরা নও। আগে কিছু জিতে দেখাও।

তিনি আরও বলেন, 'আমিও জীবনে অনেক খারাপ কাজ করেছি, কিন্তু কখনো ছাগলের সঙ্গে ছবি তুলিনি। যখন অন্য একজন সমতুল্য খেলোয়াড় আছে, সেই মুহূর্তে কেউ নিজেকে বিশ্বসেরা দাবি করতে পারে না।'

আর্জেন্টিনার সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, 'রোনালদো প্রমাণ করেছে কেন সে মেসির চেয়ে সেরা। আর মজার বিষয় হলো, মেসি বলে একটা যুতসই কিক পর্যন্ত করতে পারেনি!'

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত