ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

বিদেশি লিগে মোস্তাফিজের ২ বছরের নিষেধাজ্ঞা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০১৮, ০১:২৬  
আপডেট :
 ২১ জুলাই ২০১৮, ০১:২৭

বিদেশি লিগে মোস্তাফিজের ২ বছরের নিষেধাজ্ঞা

আগামী দুই বছর বিদেশে কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রি‌কেটে অংশ নিতে পারবেন না টাইগার কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমান। শুক্রবার বাংলাদেশ ক্রি‌কেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ ঘোষণা দিয়েছেন।

আইপিএল ২০১৮-এর আসরে খেলতে গিয়ে বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়ায় গত মে মাসে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে অংশ নিতে পারেননি দেশসেরা এই বোলার। হয়তো তার অনুপস্থিতিতেই আফগানদের সঙ্গেও ন্যূনতম লড়াই করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সংশ্লিষ্টদের ধারণা, এ জন্যই হয়তো বিসিবি প্রধানের এমন সিদ্ধান্ত।

পাপন বলেন, আমি তাকে বলেছি আগামি দুই বছর সে বিদেশে কোনো টি-টোয়েন্টি লিগে অংশ নিতে পারবে না। ‘এভাবে চলতে পারে না। বিদেশে ফ্র্যাঞ্চাইজি ক্রি‌কেট খেলতে গিয়ে সে দেশের হয়ে খেলা মিস করবে এটা মেনে নেয়া যায় না।’

আইপিএল আসরে এবারেরটা দিয়ে মোট চারবার ইনজুরিতে পড়েন মোস্তাফিজ।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত