ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

আইপিএল চলে যাচ্ছে ভারতের বাইরে

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ১৭:৫৭

আইপিএল চলে যাচ্ছে ভারতের বাইরে

২০০৯ সালে লোকসভা নির্বাচনের জন্য আইপিএল ভারতের বাইরে অনুষশ্তহি হয়েছে। এবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনের জন্যও ভারতের বাইরে চলে যাচ্ছে আইপিএল।

২০১৯ আইপিএল শুরু হচ্ছে ২৯ মার্চ। চলবে ১৯ মে পর্যন্ত। এর মধ্যেই হবে লোকসভা নির্বাচন। ফলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা কখনওই সম্ভব নয় ভারতের মাটিতে। সেই কারণেই বিসিসিআই কর্তারা বিকল্প চিন্তাভাবনা করছেন।

দেশের মাটিতে না হলে কোথায় হবে আইপিএল? দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড আরও একবার আইপিএল আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছে। সিএসএ-র চিফ একজিকিউটিভ থাবাং মোরো বলেন, 'আরও একবার যদি আইপিএল আয়োজনের সুযোগ এলে আমরা রাজি।’তবে সবটাই নির্ভর করছে লোকসভা নির্বাচনের দিনক্ষণের উপরে।

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরেই স্থির হবে ২০১৯ আইপিএলের ভেন্যু। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি দুবাইও রয়েছে দৌড়ে। শেষে কোথায় হবে আইপিএল, সেটাই এখন দেখার।

  • সর্বশেষ
  • পঠিত