ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

এশিয়ান গেমসের পর্দা উঠছে আজ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৮, ১৫:৪০  
আপডেট :
 ১৮ আগস্ট ২০১৮, ১৫:৪৭

এশিয়ান গেমসের পর্দা উঠছে আজ

১৮তম এশিয়ান গেমসের পর্দা উঠছে আজ। ৪৫টি দেশকে নিয়ে চলা এবারের এশিয়ান গেমস শুরু হচ্ছে বড় আকারে। এই প্রথম এশিয়ান গেমস হচ্ছে দুটি শহরে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পাশাপাশি এই গেমস আয়োজিত হচ্ছে পেলামবাং শহরে।

অলিম্পিকের পর এশিয়ান গেমস দুনিয়ার সবচেয়ে বড় মাল্টিস্পোর্টস ইভেন্ট। অনেকে এই গেমসকে তাই মিনি অলিম্পিকও বলে। অলিম্পিকের দু বছর আগে হয় বলে গ্রেটেস্ট শো অন আর্থের প্রস্তুতিটাও দারুণভাবে নেওয়া যায়। এবারের এশিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে জাকার্তার গেলোরা বুং কার্নো (জিবিকে)স্টেডিয়ামে। রেকর্ড অর্থ খরচ করে এবারের উদ্বোধনী অনুষ্ঠান এশিয়াডের ইতিহাসে সেরা করার আয়োজন সেরে ফেলেছে ইন্দোনেশিয়া।

২ সেপ্টেম্বর পর্যন্ত চলা এবারের আসরে মোট ১৪ ডিসিপ্লিনে ৮৬জন পুরুষ ও ৩১ জন নারীসহ ১১৭ জন বাংলাদেশি অ্যাথলেট অংশ নেবেন। ১৪ ডিসিপ্লিনি হলো, ফুটবল, কাবাডি, হকি, শুটিং, সাঁতার, অ্যাথলেটিক্স, ভারোত্তোলন, রেসলিং, বাস্কেটবল, ব্রিজ, গলফ, বিচ ভলিবল, রোয়িং ও আর্চারি। এশিয়াডে লাল-সবুজের পতাকা বহন করবেন মাবিয়া আক্তার সীমান্ত।

  • সর্বশেষ
  • পঠিত