ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

পর্দা উঠলো সাফ চ্যাম্পিয়নশিপের

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৯

পর্দা উঠলো সাফ চ্যাম্পিয়নশিপের

পর্দা উঠলো দক্ষিণ এশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপের ১২তম আসর। যা দক্ষিণ এশীয় ফুটবলের বিশ্বকাপ হিসেবে পরিচিত। এই অঞ্চলের ফুটবল দলগুলোকে নিয়ে দুই বছর পর পর সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়। আর এটি আয়োজন করে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল ৪টায় প্রথম খেলায় মুখোমুখি হয়েছে নেপাল ও পাকিস্তান। সাফ চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। খেলাটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি।

সর্বশেষ এবং একবারই ২০০৩ সালে নিজ মাঠে অনুষ্ঠিত আসরের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারের আসরে ভুটানের বিপক্ষে আজ দিনের শেষ ম্যাচ দিয়ে নিজেদের সাফ মিশন শুরু করবে স্বাগতিক বাংলাদেশ।

টুর্নামেন্টে অংশ নিয়েছে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ।

  • সর্বশেষ
  • পঠিত