ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

আর্জেন্টিনায় ফিরছেন পেকারম্যান!

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৬  
আপডেট :
 ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩২

আর্জেন্টিনায় ফিরছেন পেকারম্যান!

দীর্ঘ সাত বছর দায়িত্ব পালন করার পর কলম্বিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন হোসে পেকারম্যান। তার অধীনে ১৬ বছর পর ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ খেলেছিল কলম্বিয়া। তখন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠেছিল কলম্বিয়ানরা। যদিও রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডেই থামতে হয়েছিল তাদের।

সংবাদ সম্মেলনে কলম্বিয়ার দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে পেকারম্যান বলেন, ‘আমি সব সময়ই নজর রাখব এই দলটা কেমন খেলছে, কী করছে। শুধু ফুটবল নয়, এই কয়েক বছরে দেশটার সঙ্গেও আমার অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেছে। আমি সব সময় কলম্বিয়ার অংশ হয়ে থাকব। আশা করি, কলম্বিয়া ভবিষ্যতে আরো সাফল্য পাবে।’

তবে ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, নিজ দেশ আর্জেন্টিনার কোচের দায়িত্ব নিতে পারেন পেকারম্যান।

রাশিয়া বিশ্বকাপের পর হোর্হে সাম্পাওলিকে ছাঁটাই করে আর্জেন্টিনা। এখনো স্থায়ী কোন কোচ নিয়োগ দেয়নি আর্জেন্টিনা ফুটবল সংস্থা (এএফএ)। ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন লিওনেল স্কালোনি। তবে এবার তাড়াহুড়ো করতে চায়না আর্জেন্টিনার ফুটবল এসোসিয়েশন। দীর্ঘ মেয়াদের জন্যই নতুন কোচ খুঁজছে আর্জেন্টিনা। এসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়ারও অন্যতম পছন্দের নাম হোসে পেকারম্যান।

  • সর্বশেষ
  • পঠিত