ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

এশিয়া কাপ

হঠাৎ সূচি বদলে ক্ষুব্ধ মাশরাফি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৪

হঠাৎ সূচি বদলে ক্ষুব্ধ মাশরাফি

চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচই এখনো শেষ হয়নি। এর আগেই গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার্স আপ ঠিক করে সুপার ফোরের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ( এসিসি)। শোনা যাচ্ছে ভারতকে সুবিধা দিতেই বাকি দলগুলোকে উপেক্ষা করে এমন সূচি সাজিয়েছে তারা।

মূলত গ্রুপ পর্বের পরেই ঠিক হয়ে থাকে পরবর্তী রাউন্ডের সূচি। কিন্তু ভারত দুবাই ছেড়ে অন্য কোথাও খেলতে রাজি নয়। তাই ভারতকে খুশি করতে সূচি উলট-পালট করতে হয়েছে। আফগানদের মুখোমুখি হওয়ার আগেই বাংলাদেশকে ধরা হচ্ছে 'বি' গ্রুপের রানার্স-আপ!

টুর্নামেন্টের এমন মাঝপথে সূচি পরিবর্তনে হতাশ হয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন, 'এভাবে সূচি বদল অবশ্যই হতাশাজনক। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টে খেলতে নেমেছিলাম আমরা। গ্রুপ চ্যাম্পিয়ন হলে সুপার ফোরে 'এ' গ্রুপ রানার্সআপ দলের সঙ্গে প্রথম ম্যাচ খেলবো। কিন্তু আজ সকালে জানতে পারলাম আফগানিস্তানের বিপক্ষে জিতলেও 'বি ২' বাংলাদেশ।'

এভাবে সূচির ওলট-পালটে ভীষণ সমস্যা হবে বলেই মাশরাফির ধারণা, ‘গ্রুপ পর্ব শেষে মূল লড়াই যখন শুরু হবে, তখনই আমরা ব্যাক টু ব্যাক ম্যাচ খেলবো। তা-ও আবার এই তীব্র গরমে। আমাদের তো ২২ জন ক্রিকেটার নেই যে কাল (বৃহস্পতিবার) মূল ১১ জনকে বিশ্রাম দিয়ে অন্য ১১ জনকে খেলাবো।’

  • সর্বশেষ
  • পঠিত