ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

১৬২তেই অলআউট পাকিস্তান

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:২১

১৬২তেই অলআউট পাকিস্তান

ভারতীয় বোলারদের সামনে নাজেহাল পাকিস্তানের ব্যাটসম্যানরা। ১৬২ রান তুলতেই অলআউট সরফরাজরা। ভারতীয় বোলারদের তোপে পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৪৭ রান করেছেন বাবর আজম। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেছেন শোয়েব মালিক। ভারতকে আটকাতে হলে এর মধ্যেই ধরে রাখতে হবে পাকিস্তানি বোলারদের।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দলীয় তিন রানের মধ্যে সাজঘরে ফিরে যান দুই ওপেনার। ইনিংসের তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমারের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন ইমাম-উল-হক। পঞ্চম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে যুজবেন্দ্র চাহালের হাতে ক্যাচ হন ফখর জামান। বাবর আজম ও শোয়েব মালিক ৮২ রানের পার্টনারশিপ গড়ে দলীয় ৮৫ রানে কুলদীপ যাদবের বলে বোল্ড হন বাবর আজম। দলীয় ৯৬ রানে যাদবের বলে মনিশ পান্ডের হাতে ধরা পড়েন সরফরাজ আহমেদ।

দলীয় ১০০ রানে রান আউট হন শোয়েব মালিক। ১১০ রানে কেদার যাদবের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন আসিফ আলী। দলীয় ১২১ রানে কেদার যাদবের বলে স্ট্যাম্পিং হন শাদব খান। এরপর ফাহিম আশরাফ ও মোহাম্মদ আমির ৩৭ রানের পার্টনারশিপ গড়েন। ইনিংসের ৪২তম ওভারে জ্যাসপ্রীত বুমরাহর বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ হন ফাহিম আশরাফ। ৪৩তম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে দিনেশ কার্তিকের হাতে ধরা পড়েন হাসান আলী। ৪৪তম ওভারে জ্যাসপ্রীত বুমরাহর বলে বোল্ড হন উসমান খান।

  • সর্বশেষ
  • পঠিত