ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

টাইগারদের লজ্জার হার

টাইগারদের লজ্জার হার

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ১৩৬ রানে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান।

বৃহস্পতিবার আবু ধাবিতে বড় হারের তিক্ত অভিজ্ঞতা হলো বাংলাদেশের। বিশাল ব্যবধানে হারিয়ে মাশরাফি বাহিনীকে লজ্জা উপহার দিল আসগার বাহিনী।

টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানরা এক পর্যায়ে শঙ্কায় ছিল দুইশ করা নিয়েও। কিন্তু রশিদের ঝড়ো ফিফটি ও গুলবদিন নাইবের সঙ্গে জুটি তাদেরকে নিয়ে যায় ২৫৫ রানে। এরপর বল হাতেও এই দুজন সফল। মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিং। গুটিয়ে গেছে মাত্র ১১৯ রানেই।

২৫৫ রানের লক্ষ্যে খেলতে মাত্র ১৭ রানের মাথায় ওপেনার নাজমুল হাসান শান্ত এবং লিটন কুমার দাসকে হারায় বাংলাদেশ। সাকিব ৫৫ বলে ৩২ রান করে আউট হন। রশিদ খানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। মুুমিনুল হক ১৭ বলে করেন ৯ রান। মিঠুন ৭ বলে ২ রান করে গুলিবাদিনের বলে বোল্ড আউট হন।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে আফগানিস্তানও ছিল দারুণ বিপদে। ১৬০ রানেরই পড়ে যায় তাদের ৭ উইকেট। কিন্তু ওখান থেকেই ঘুরে দাঁড়ায় রশিদ খান আর গুলবাদিন নাইবের ব্যাটে। ৯৫ রানের জুটি গড়ে তারা ২৫৫ রানের বড় স্কোর গড়ে তোলেন।

আফগানদের বিপক্ষে ৬ ওয়ানডেতে বাংলাদেশের জয় ও হার এখন সমান তিনটি করে।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত