ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

শোয়েব আখতারকে ছাড়িয়ে মাশরাফি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৪

শোয়েব আখতারকে ছাড়িয়ে মাশরাফি

ওয়ানডেতে উইকেট শিকারের দিক থেকে কিংবদন্তী এক পেসারকে ছাড়িয়ে গেলেন বাংলাদেশের কান্ডারি মাশরাফি বিন মর্তুজা। সীমিত ওভারের ক্রিকেটে ২৪৭টি উইকেট ছিল পাকিস্তানের শোয়েব আখতারের ঝুলিতে। কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচে মাহেন্দ্র সিং ধোনির উইকেট তুলে পাকিস্তানি কিংবদন্তী বোলারকে ছাড়িয়ে যান বাংলাদেশ দলের অধিনায়ক।

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২টি উইকেট তুলে ওয়ানডেতে ২৪৭ উইকেট নিয়ে শোয়েব আখতারকে ছুঁয়েছিলেন ম্যাশ। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে উইকেট পাননি তিনি। কিন্তু ভারতের বিপক্ষেই এই মাইলফলক অর্জন করলেন তিনি।

সবমিলিয়ে মাশরাফির ঝুড়িতে আছে ২৪৮টি উইকেট। আর ২টি উইকেট পেলেই ওয়ানডেতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলকটাও ছুঁয়ে ফেলবেন তিনি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের দিক থেকে ২৪৩ উইকেট নিয়ে মাশরাফির পরেই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

  • সর্বশেষ
  • পঠিত