ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

অলিম্পিকে রূপা জয়ীরা কি কম দিন বাঁচেন?

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৮, ১২:৫৬  
আপডেট :
 ১৫ অক্টোবর ২০১৮, ১৩:০৭

অলিম্পিকে রূপা জয়ীরা কি কম দিন বাঁচেন?

অলিম্পিকে সোনা জয়ীদের থেকে রূপা জয়ীরা তুলনামূলকভাবে কম দিন বাঁচেন। আবার প্রথমে রূপা অর্জনের পর কোনো অ্যাথলিট যদি পরে আবার সোনা জেতেন তাহলে এমন ঘটার সম্ভাবনা অনেকটাই কম থাকে। সম্প্রতি একটি জরিপ থেকে এমন তথ্যই জানা যায়।

জরিপটি চালায় নেদারল্যান্ডসের আটরেখট বিশ্ববিদ্যালয়ের এক গবেষকদল। তাদের দাবি অনুযায়ী, যে অ্যাথলিটরা জীবনে কখনো অলিম্পিকে সোনা জিততে পারেন না, কিন্তু রূপা জিতেছেন তাদের গ্রাস করে এক ধরনের অবসাদ। সেটাই ধীরে ধীরে তাদের আয়ু কমিয়ে দেয়।

গবেষকদলের প্রধান আদ্রিয়ান কালউইজ বলেন,অলিম্পিকে সোনা জেতা যে কোনো অ্যাথলিটের কাছে সারা জীবনের স্বপ্ন। প্রায় ১০০০ অ্যাথলিটের উপরে জরিপ চালিয়ে দেখা গেছে রূপা জয়ীরা গড়ে কমপক্ষে চার বছর কম বাঁচেন।

সোনা না জেতার কারণে এক ধরনের অবসাদ সরাসরি তাদের শরীরে হরমোনগত সমস্যা তৈরি করে। নারী অ্যাথলিটদের ক্ষেত্রে অবসাদের মাত্রা পুরুষদের থেকে তুলনামূলকভাবে অনেকটাই বেশি।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত