ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ম্যাচ ফিক্সিংয়ে ভারতীয়রাই এগিয়ে

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৮, ১৮:০১

ম্যাচ ফিক্সিংয়ে ভারতীয়রাই এগিয়ে

যেকোন ম্যাচে ফিক্সিং এখন মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। আইসিসি থেকে কড়া নজরদারি থাকলেও ক্রিকেট মুক্ত হতে পারছে না ফিক্সিং থাবা থেকে। গোপনে একের পর এক ফিক্সিং চলছেই। এর মধ্যেই এক বিস্ফোরক মন্তব্য জুড়ে দিলেন আইসিসির এন্টি করাপশন ইউনিটের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল। তিনি জানালেন, ম্যাচ ফিক্সিংয়ে বেশিরভাগ জড়িত থাকে ভারতীয়রাই।

আইসিসির নজর এখন ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের দিকে। তাদের ধারণা এই সিরিজে অপ্রীতিকর কিছু ঘটলেও ঘটতে পারে। কিছুদিন আগেই আইসিসির এন্টি করাপশন ইউনিট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত করেছে সাবেক লঙ্কান কিংবদন্তি সনৎ জয়াসুরিয়াকে। একই সঙ্গে সন্দেহভাজন আরো অনেককে পাওয়া যাবে ভেবেই শ্রীলঙ্কার ক্রিকেটে কড়া নজরদারি রেখেছে এন্টি করাপশন ইউনিট।

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’কে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় জুয়াড়িরা স্থানীয় এবং ভারতীয়ই হয় বেশি। আর আপনি যদি সারাবিশ্বের কথা বলেন তাহলে বেশির ভাগ দুর্নীতিবাজ জুয়াড়িরাই ভারতীয়।’

  • সর্বশেষ
  • পঠিত