ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

মাসাকাদজার মতে, জিম্বাবুয়েই ফেভারিট

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৮, ১৭:৪৪

মাসাকাদজার মতে, জিম্বাবুয়েই ফেভারিট

বাংলাদেশ ঘরের মাঠে অপ্রতিরোধ্য। লঙ্গার ভার্সন থেকে সীমিত ওভারে বাংলাদেশ আরো ভয়ংকর। পারফরম্যান্সের দিক থেকে জিম্বাবুয়ের প্রতিপক্ষ হিসেবে ঢের এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত শেষ ৬৯টি লড়াইয়ে ৪১টি ম্যাচ জিতেছে টাইগাররা। তারপরেও আগামীকাল থেকে শুরু হতে যাওয়া প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে নিজেদেরকে ফেভারিট মানছেন জিম্বাবুয়ে দলপতি হ্যামিল্টন মাসাকাদজা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাসাকাদজা বলেন, ‘আমি মনে করি গত কয়েক বছরে বাংলাদেশ বেশ এগিয়েছে, বিশেষ করে ঘরের মাঠে। আমরা তাদের বিপক্ষে অসংখ্য ম্যাচ খেলেছি। অতএব এখনও আমাদের সুযোগ আছে। আর আপনি যদি ফেবারিটের ট্যাগের কথা বলেন, আমি এটা জিম্বাবুয়ের ওপরেই রাখব।’

ইনজুরি কাটিয়ে জিম্বাবুয়ে দলে ফিরেছে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার। দলে ফিরেছেন সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে বাইরে থাকা সিকান্দার রাজা। এছাড়া জিম্বাবুয়ে দলের নিয়মিত সদস্যদের ছয় জনের অভিজ্ঞতা আছে বিপিএল খেলার। তাই তারা ভালো করেই জানে বাংলাদেশের মাঠ সম্পর্কে। এ প্রসঙ্গে মাসাকাদজা বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে সবচাইতে বেশি ম্যাচ খেলেছে। ফলে আমরা দলটির সঙ্গে এবং কন্ডিশনের সঙ্গে বেশ পরিচিত। অতএব তাদের বিপক্ষে আমাদের দারুণ সুযোগ আছে। আমার মনে হয় সিরিজটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

আগামীকাল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে সিরিজটি শুরু হবে।

  • সর্বশেষ
  • পঠিত