ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

কনুইতে ব্যাথা মোস্তাফিজের, খেলবেনতো আজ?

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৮, ০৯:২৪

কনুইতে ব্যাথা মোস্তাফিজের, খেলবেনতো আজ?

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ। দিবারাত্রির ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে।

অল্প বিস্তর বাদ দিলে দলের সবাই এ ম্যাচে খেলার মতো ফিট আছেন। সামান্য চিন্তা শুধু মোস্তাফিজকে নিয়ে। কনুইতে একটু ব্যথা থাকায় এ ম্যাচে টাইগার পেসার মোস্তাফিজের খেলা নিয়ে কিছুটা সংশয় সৃষ্টি হয়েছে।

মোস্তাফিজের ব্যাথা প্রসঙ্গে অধিনায়ক মাশরাফি বলেন, ‘প্রথম ওয়ানডেতে কনুইতে সামান্য ব্যথা ছিল। ও নিজে অভিযোগ করছিল। নিজে বলছিল যে ব্যথা অনুভব হচ্ছে। বল করতে চাচ্ছিল না। ওই ম্যাচে (প্রথম ওয়ানডে) দলও অনায়াসে জেতার মতো অবস্থায় থাকায় ওকে দিয়ে পুরো ১০ ওভার বল করানো হয়নি। ওকে ব্রেক দেওয়া হয়। বিশেষ করে বোলার যখন নিজে ফিল করে যে পারছে না আজ। তখন ব্রেক দেওয়াটাই ভালো।’

তিনি আরও বলেন, ‘কোটা ফুল করা গুরুত্বপূর্ণ না। প্রথমত ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ।’

এদিকে, অসুস্থতা কাটিয়ে রুবেলও কাল নেটে পুরো গতিতে বল করেছেন। অধিনায়কই জানালেন রুবেলের হালনাগাদ, ‘ওর শরীরটা খারাপ ছিল। আস্তে আস্তে ফিরেছে। ভালো অবস্থায় আসছে। আজ নেটে ফুল রান আপে বোলিংও করেছে।’

মোস্তাফিজের ব্যাথা থাকলে তাকে খেলানোর ঝুঁকি নেয়া হবে না। শেষ মুহূর্ত পর্যন্ত তাকে দেখে বিশ্রাম দেয়া হতেও পারে। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথা শুনে মনে হলো কোনই রদবদল নেই।

মঙ্গলবার রাতে প্রধান নির্বাচক গণমাধ্যমকে বলেন, ‘নাহ দলে কোন পরিবর্তন নেই। প্রথম ম্যাচের ১১ জনই কাল খেলবে। তবে হ্যাঁ সিরিজ নিশ্চিত হলে শেষ ম্যাচে কিছু রদবদল করার ভাবছি আমরা।’

ওয়াইএ/

  • সর্বশেষ
  • পঠিত