ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই কোহলি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর ২০১৮, ১৭:২২

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই কোহলি

আজ ওয়ানডে র‌্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি। ভারত-ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা-ইংল্যান্ড ও বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যে সিরিজ শেষ হয়েছে। আপডেটেড র‌্যাঙ্কিং বলছে ওয়ানডে ফরম্যাটে ১০,০০০ রান পূর্ণ করা কোহলি আরও জাঁকিয়ে বসেছেন এক নম্বর আসনে। উইন্ডিজের বিরুদ্ধে সিরিজের সর্বোচ্চ স্কোরার (৪৫৩ রান) বিরাট ১৫ পয়েন্ট পেয়েছেন। মোট ৮৯৯ পয়েন্টের সৌজন্যে একেই তিনি। দ্বিতীয় স্থানে রোহিত শর্মা। উইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। করেছেন ৩৮৯ রান। ২৯ পয়েন্ট পেয়েছেন তিনি।

উইন্ডিজ ক্রিকেটারদের মধ্যে শে হোপ ও শিমরন হেটমায়ার সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। হোপের থেকে ৬২.৫০ গড়ে এসেছে ২৫০ রান। ২২ ধাপ এগিয়ে ২৫ নম্বরে এসেছেন তিনি। এই মুহর্তে ক্যারিবিয়ান ব্রিগেডের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে তিনি। উইন্ডিজদের মধ্যে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান এসেছে হেটমায়ারের। ৫১.৮০ গড়ে ২৫৯ রান করেছেন তিনি। ৩১ ধাপ এগিয়ে ২৬ নম্বরে এখন তিনি।

দলীয় র‌্যাঙ্কিংয়ে ভারত ওয়ানডে সিরিজ জিতেও দু’নম্বরে। একটি রেটিং পয়েন্ট ভারত খুইয়েছে। ইংল্যান্ড এক পয়েন্ট পেয়ে একে। ইংল্যান্ডের এখন ১২৬ পয়েন্ট। ভারত দাঁড়িয়ে ১২১ পয়েন্টে। ওয়েস্ট ইন্ডিজ তিন পয়েন্ট পেয়ে ক্রমতালিকায় নয় নম্বরে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরেও ভারতের তিন ক্রিকেটারের অগ্রগমন হয়েছিল র‌্যাঙ্কিংয়ে। ঋষভ পন্থ ও পৃথ্বী শ ব্য়াটসম্যানদের মধ্যে এগিয়েছিলেন। বোলারদের মধ্যে উমেশ যাদব টেস্টের প্রথম পঁচিশে বোলারদের তালিকায় এসেছিলেন।

  • সর্বশেষ
  • পঠিত