ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বেলের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন ভিনিসিয়াস

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৮, ১৭:২৫

বেলের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন ভিনিসিয়াস

মাদ্রিদে বেলকে ছাড়িয়ে তারকা হয়ে উঠছেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। মাদ্রিদ কোচও ঠিক সময়ে বেলকে রেখে আস্থা রাখছেন ভিনিয়াসের উপর। শনিবার রিয়েল ভালাদোলিদের বিরুদ্ধে ম্যাচে ৭১ মিনিটে বেলকে তুলে তিনি নামিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়ারকে। এটা যে প্রথম হল এমনটা নয়। এই নিয়ে ১১বার তাকে মাঠ থেকে তুলে নেওয়া হল।

১৮ বছরের ভিনিসিয়াস জুনিয়ার কিন্তু তারকার পরিবর্তে হিসেবে নেমে ভবিষ্যতের তারকা হয়ে ওঠার ইঙ্গিতও দিয়ে রাখলেন। যখন বেলকে পরিবর্তন করলেন সোলারি তখন সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচের ফল ০-০ চলছে। ৭১ মিনিটের খেলা হয়ে গিয়েছে। হাতেও বেশি সময় নেই। আর ভিনিসিয়াসের শট নামার দু'মিনিটের মধ্যেই প্রতিপক্ষের গায়ে ধাক্কা খেয়ে ঢুকে গিয়েছিল গোলে। ম্যাচ শেষে সোলারি আবার বলেন, ‘অন্য কোনও দিন গ্যারেথ গোল করবে আর সবাই সেদিন সেলিব্রেট করবে।'

তবে এর মধ্যেই ভিনিসায়স পক্ষে তা যের সমর্থন তা স্পষ্ট হয়ে উঠছে। যার ফলে বেল দূরে সরছে।স্থানীয় খবরের কাগজের হেড লাইন ছিল, 'ভিনিসিয়াস বেলকে সমস্যায় ফেলে দিয়েছে।'

যতবার বেলকে পরিবর্তন করা হয়েছে সেটাই চমক। তার শেষ ৯টি ম্যাচে তাকে সাতবার তুলে নেওয়া হয়েছে। পাঁচবার এমন অবস্থায় তুলে নেওয়া হয়েছে যখন তার দল গোল তাড়া করছে। একবার যখন ম্যাচ ০-০, অ্যাটলেটিকোর মাদ্রিদের বিরুদ্ধে। যদিও চোটের জন্য তুলে নেওয়া হয়েছিল। কিন্তু যারা ভাবছেন ভিনিসিয়াস বেলের জায়গা নিতে চলেছে তারা ভুলে গিয়েছেন,গত মৌসুমে ৪১টি ম্যাচে ২৪টি গোল করেছেন বেল। তার মধ্যে গত মে মাসে রিয়েল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে দুটো গোল ছিল।

ভিনিসিয়াস রিয়েলে যোগ দেন ফ্লেমিঙ্গো থেকে ৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে। প্রতিভা রয়েছে। কিন্তু এখনও সময় দিতে হবে তাকে। এখনই বেলের সঙ্গে তুলনা করার সময় আসেনি। সোলারি বলেন, 'সংবাদ মাধ্যম, ফ্যানরা ভিনিসিয়াসকে নিয়ে উত্তেজিত, সেটা খুব ভাল বিষয়। ওর গুণ তার জন্য দায়ী কিন্তু ওর দূর্বলতা হচ্ছে ওর বয়স। ও পরিণত হওয়ার সুযোগ পায়নি।'

  • সর্বশেষ
  • পঠিত