ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৮, ১০:৩২  
আপডেট :
 ১৩ নভেম্বর ২০১৮, ১২:৪২

জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ

মিরপুর টেস্টে তৃতীয় দিন প্রথম সেশনে মাঠে নেমেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশ ৭ উইকেটে ৫২২ রান তুলে ইনিংস ঘোষণা করে। জিম্বাবুয়ে প্রথম সেশনে ব্যাট করছে।

আগের দিনের শেষ ওভারগুলো সামলাতে নাইটওয়াচম্যান হিসেবে ডোনাল্ড তিরিপানোকে নামিয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন ঠিকভাবে দিন শেষ করে তৃতীয়দিনও চারির সাথে ঘণ্টাখানেক কাটিয়ে দেয় তিরিপানো।

অবশেষে ২৯তম ওভারে দলীয় ৪০ রানে সেই তিরিপানোকে সাজঘরে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। দলীয় ৯৬ রানের মাথায় জিম্বাবুয়ে তৃতীয় উইকেট হারায়। ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করা ব্রায়ান চারি ১২৮ বলে ৬টি চার আর দুটি ছক্কায় ৫৩ রানের ইনিংস সাজান। মিরাজের ঘূর্ণিতে মুমিনুলের তালুবন্দি হন তিনি।

দ্বিতীয় সেশনের শুরুতে আবার আঘাত হানেন তাইজুল। বোল্ড করেন শন উইলিয়ামস। ১২৯ রানের মাথায় সফরকারীরা চতুর্থ উইকেট হারায়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৩ ওভারে ১২৯ রানে ৪ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে।

এর আগে মুমিনুল হকের ১৬১ ও মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে (২১৯) বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ৫২২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে।

জবাবে দ্বিতীয় দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ২৫ রানে এক উইকেট হারায় জিম্বাবুয়ে। এর আগে সিলেট টেস্টে ১৫১ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে জিম্বাবুয়ে।

ফলোঅন এড়াতে এখনো ৩২৩ রান করতে হবে জিম্বাবুয়েকে। আর জয় পেতে বাংলাদেশের নিতে হবে আরো ১৯ উইকেট। এজন্য তৃতীয় দিনের প্রথম সেশনকে মহাগুরুত্বপূর্ণ মনে করছেন মুশফিকুর রহিম।

  • সর্বশেষ
  • পঠিত