ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

এসিসির সভাপতি হতে লাহোর যাচ্ছেন পাপন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৮, ১৭:২৫

এসিসির সভাপতি হচ্ছেন পাপন

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী ১৮ নভেম্বর পাকিস্তানের লাহোরে অনুষ্ঠেয় সভায় বর্তমান প্রেসিডেন্ট পাকিস্তানের এহসান মানি কাছ থেকেই দায়িত্ব বুঝে নেবেন তিনি। তাই দায়িত্ব নিতে লাহোর যাচ্ছেন বিসিবি সভাপতি।

মূলত দক্ষিণ এশিয়ার ক্রিকেটের শীর্ষ চার দেশ যথাক্রমে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকেই এসিসির প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচিত করা হয়ে থাকে। সেই হিসেবে নাজমুল হাসান পাপন পরবর্তী দুই বছরের জন্য এসিসির প্রেসিডেন্ট হবেন।

এর আগেও বাংলাদেশ থেকে ক্রিকেট বোর্ডের প্রতিনিধি বা শীর্ষ কর্তা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানের দায়িত্ব পালন করেছেন। বিসিবির দুই সাবেক সভাপতি আলী আসগর লবি(২০০২-২০০৪) এবং আ হ ম মোস্তফা কামালও(২০১০-২০১২) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন।

১৯৮৩ সালে এসিসি গঠিত হয়। এসিসি প্রতি দুই বছর অন্তর অন্তর আয়োজন করে এশিয়া কাপ ক্রিকেট। এখন পর্যন্ত মোট ১৪বার এশিয়া কাপ আয়োজন করেছে তারা।

  • সর্বশেষ
  • পঠিত