ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

সন্তানের কৌতুহলী প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

  রিফাত পারভীন

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৬

সন্তানের কৌতুহলী প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

শিশু মানে নানা রকমের চিন্তা, নানা রকমের কল্পনা। তাই তাদের কৌতুহলেরও শেষ থাকে না। দিনের সারা সময়ই তাদের প্রশ্ন চলতে থাকে। বাবা মা সহ সবাইকেই এমন সময় হতে হবে সচেতন। কারণ তাদের ব্যবহার সন্তানকে উৎসাহিত করতে পারে আবার নিরৎসাহিতও করতে পারে। জেনে নিন কিভাবে শিশুদের এসব প্রশ্নের উত্তর দেবেন। সন্তান প্রশ্ন করলে কাজের ব্যস্ততা দেখিয়ে পড়ে উত্তর দেব এমন কথা শিশুকে বলা যাবে না। তাকে কোনো ভাবেই থামিয়ে দেয়া যাবে না।

শিশুরা যে প্রশ্ন করে তা নিয়ে বিস্তারিত বলুন। আপনার উত্তর দেয়া হলে তার কাছে মন্তব্য জানতে চান।

অনেক সময় শিশুদের কিছু প্রশ্ন বিব্রতকর হয়ে থাকে। তখন তাদের বকা না দিয়ে বরং তাদের বলুন এর উত্তর তুমি বড় হলে নিজে নিজেই জেনে নিতে পারবে।

সব বয়সের বাচ্চাদের প্রশ্ন এক রকম হবে না। আবার তাদের বোঝার ক্ষমতাও এক রকম হয় না। তাই তাদের বয়সের উপর ভিত্তি করে উত্তর দিন।

সন্তান কিন্তু বাবা মাকেই বেশি বিশ্বাস করে। তাই কখনো তাদের মিথ্যা উত্তর দেবেন না। কারণ পড়ে তার সঠিক উত্তর পেলে আপনার সন্তান আপনাকেই অবিশ্বাস করবে। সন্তান কোনো প্রশ্ন করলে না জেনে উত্তর না দিয়ে বরং একটু পড়াশোনা করুন। জেনে বুঝেই তাকে উত্তর দিন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত