ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

সন্তানের ওরাল থ্রাশ হলে যা করণীয়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৮  
আপডেট :
 ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪১

সন্তানের ওরাল থ্রাশ হলে যা করণীয়

মা বাবা অনেক সময়েই শিশুদের একটি রোগ নিয়ে চিন্তায় পড়েন। আর তা হলো ওরাল থ্রাশ। অনেকেই এই রোগটিকে দুধ ঘা নামে চেনেন।

এই রোগে শিশুর মুখের ভিতর, জিহ্বায় আর ঠোঁটে পাশে সাদা সাদা একটা আবরণ জমে। দেখে দুধের সরের মোট মনে হয় বলে অনেকে দুধ ঘা বলে থাকেন।

ওরাল থ্রাশ কেন হয় ক্যানডিডা নামক একটি ছত্রাকের কারণে এই রোগটি হয়। যদি কোন কারণে বাচ্চার ইমিউন সিস্টেম দুর্বল হয় তবে এই ছত্রাক আক্রমণ করে। আবার বাচ্চাকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হলেও এই রোগ হতে পারে।

ওরাল থ্রাশের লক্ষণ

১) শিশুদের জিহ্ববা, ঠোঁট, গালের ভিতর আর গলার কাছে সাদা আবরণ পড়ে। কিন্তু হাত দিয়ে ঘষা দিলে ঐ জায়গাটা লাল হয়ে যায়।

২) হাত দিয়ে ঘষে তুলতে গেলে হালকা রক্তপাত হতে পারে।

৩) সাদা আবরণের পাশে লালচে দাগ হয়। চিকিৎসা নিতে দেরি করলে ঘাগুলোতে ব্যথা বাড়তে পারে।

৪) ঠোঁটের কোণায় ফেটে যেতে পারে। ফলে শিশু ঠিকমত মুখ হা করতে পারে না।

৫) বাচ্চারা মায়ের বুকের দুধ টানা কমিয়ে দেয়।

ওরাল থ্রাশের চিকিৎসা ওরাল থ্রাশ হলে খুব যত্নের সাথে পরিষ্কার করে রাখতে হবে। তার আশেপাশে বিভিন্ন বস্তু যা শিশু মুখে দিতে পারে, খুব ভাল করে পরিষ্কার করতে হবে। সেই সাথে মায়ের দুধের নিপলও সবসময় পরিষ্কার রাখতে হবে। এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুসারে অ্যান্টি ফাঙ্গাল ক্রীম ব্যবহার করলে সাধারণত এক সপ্তাহের মধ্যেই ওরাল থ্রাশ সেরে যাবে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত