ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

শিশুকে টাকার ব্যবহার শেখান

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২০  
আপডেট :
 ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩০

শিশুকে টাকার ব্যবহার শেখান

আমাদের জীবন ধারণের জন্য টাকার প্রয়োজন রয়েছে। অনেক অভিভাবকই ভাবেন আর্থিক বিষয় থেকে সন্তানকে দূরে রাখা উচিত। কিন্তু আপনার এ অভ্যাস সন্তানের মধ্যে টাকার ব্যবহার সম্পর্কে কোনো ধারণাই তৈরি হতে দেয় না।

সন্তানকে টাকার ব্যবহার শেখানো মানেই এই না যে প্রতিদিনের আয়-ব্যয়ের হিসাব তার সাথে করবেন। কিন্তু সামগ্রিক ভাবে টাকা-পয়সা সম্পর্কে একটা ধারণা দিন। দরকারে দোকান-বাজার করার সময় তাকে সাথে রাখুন। এতে কোথায় কেমন করে খরচ করতে হয় তা সে শিখবে।

সন্তানকে পিগি ব্যাংক কিনে দিন। এতে সে টাকা-পয়সার গুরুত্ব বুঝবে। নিজের উপহার পাওয়া টাকা-পয়সা জমাতে আগ্রহী হবে।

পারিবারিক কোনো আনন্দ-অনুষ্ঠানের সময় সন্তানকে প্রয়োজন অনুসারে টাকা খরচ করতে দিন। তবে তা অবশ্যই নিয়ন্ত্রণে রেখে। এতে সে আয়ের সাথে ব্যয় ও সঞ্চয় নিয়ে ধারণা পাবে।

সন্তান একটু বড় হলে এটিএম কার্ডের ব্যবহার শেখান। যে কোনো পরিস্থিতিতে সে যেন কার্ড ব্যবহার করতে পারে।

অসৎ উপায় টাকা না আনতে শেখান সন্তানকে। এমন করলে দ্রুত ব্যবস্থা নিন। দরকারে মনোবিদের কাছে যান।

বাড়িতে হঠাৎ কোনো আর্থিক বিপর্যয় এলে তা অবশ্যই সন্তানকে জানান। কাছেও খোলসা করুন। যাতে পারিবারিক আর্থিক সমস্যা কীভাবে মেটাতে হয় সে বুঝতে পারে।

সন্তানের চাহিদা মেটানো যদি কষ্ট হয়ে যায় তা তাকে স্পষ্ট করে বলুন। তাকে ছোট থেকেই পরিবারের ক্ষমতা সম্পর্কে জ্ঞান দিন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত