ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

কীভাবে বুঝবেন সন্তান কোন কাজে সবল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৮, ১৪:১৮  
আপডেট :
 ১৫ অক্টোবর ২০১৮, ১৪:২৯

কীভাবে বুঝবেন সন্তান কোন কাজে সবল

শিশুরা যে কাজগুলো সহজেই করতে পারে বুঝতে হবে সেই কাজে তার দক্ষতা বেশি। অর্থাৎ এই কাজে সে সবল। এভাবে বাচ্চাদের স্বভাব, আচরণ ও কাজে তাদের সবল ও দুর্বল দিকগুলো বোঝা যায়।

অভিভাবক হিসেবে আমাদের সবার করণীয় হচ্ছে তাদের এই সবল ও দুর্বল দিকগুলো চিহ্নিত করা এবং সে অনুসারে ব্যবস্থা নেয়া।

বাচ্চারা যখন যে কাজ করে সেটা যেন মনোযোগ দিয়ে করে। তাদের একই কাজ বার বার না দিয়ে নতুন নতুন কাজ দিন।

রুটিন অনুযায়ী বাচ্চারা যে কাজ বেশি করে সে কাজে তার দক্ষতা বেশি এবং সে কাজে সে সবল। তাই বাচ্চদের সুবিধার জন্য একটি রুটিন তৈরি করে দিন।

বাচ্চাদের সাথে সময় কাটানোর অভাবে আমরা বুঝতে পারি না সন্তান কোন কাজ অনেক মনোযোগ দিয়ে করে। তারা কোন কাজে পারদর্শী তা জানতে বাচ্চাদের সাথে সময় কাটান।

তবে বাচ্চাদের সবল দিকে নজর দিলেই শুধু চলবেনা তাদের দুর্বল দিকেও খেয়াল করতে হবে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত