ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

পোড়াদহ স্টেশনে থামবে ‘বেনাপোল এক্সপ্রেস’

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২০, ১৮:০৪

পোড়াদহ স্টেশনে থামবে ‘বেনাপোল এক্সপ্রেস’
ফাইল ছবি

আগামী শুক্রবার থেকে ঢাকা-বেনাপোল বিরতিহীন আন্তনগর ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’ কুষ্টিয়ার পোড়াদহ জংশনে যাত্রাবিরতি করবে। আগামী ১০ জানুয়ারি থেকে উভয় পথের যাত্রীরা পোড়াদহ থেকে ওঠানামা করতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার পোড়াদহ জংশনের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এতে বৃহত্তর কুষ্টিয়া অঞ্চল থেকে ঢাকায় যাতায়াতকারী যাত্রীদের অনেক সুবিধা হবে। মাত্র ৫ ঘণ্টায় ঢাকায় পৌঁছানো যাবে।

তিনি বলেন, পোড়াদহ জংশন স্টেশন থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য মোট ৫৫টি আসন রাখা হয়েছে। এর মধ্যে শোভন চেয়ার ৫০টি, এসি চেয়ার ৫টি। তবে ৫০টি শোভন চেয়ারের মধ্যে ২৫টি আসনের টিকিট অ্যাপসের মাধ্যমে কাটার সুবিধা রাখা হয়েছে।

তিনি আরো বলেন, ট্রেনটি ঢাকায় যাওয়ার পথে এবং আসার পথে পোড়াদহে কয়টায় যাত্রাবিরতি দেবে সেই সময় এখনো জানা যায়নি। এটা আগামী ৮ জানুয়ারি বুধবার জানা যাবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত