ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

রাঙ্গামাটিতে ৭১ হাজার শিশু খাবে ভিটামিন-এ ক্যাপসুল

  রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২০, ১৪:২৫

রাঙ্গামাটিতে ৭১ হাজার শিশু খাবে ভিটামিন-এ ক্যাপসুল

রাঙ্গামাটিতে ৬-১১ মাস এবং ১২- ৫৯ মাস বয়সি ৭১ হাজার শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সেদিন প্রতিবারের ন্যায় স্ব স্ব এলাকার নিকটস্থ টিকা সেবাকেন্দ্রে গিয়ে নির্ধারিত বয়সের শিশুদের ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন অফিসে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, রাঙামাটি জেনারে\র হাসপাতালের সহকারী পরিচালক ডা. নিহার রঞ্জন নন্দী, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, স্থানীয় গিরিদর্পন পত্রিকার সম্পাদক এ কে এম মকছুদ আহমদ।

ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের ওপর ধারণাপত্র উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোস্তফা কামাল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলার ১৩১৫টি কেন্দ্রে মোট ৭১ হজার ৬৬৫ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। সেদিন কোন কারণে কোন শিশু বাদ পড়লে পরদিনও এ ক্যাপসুল খাওয়ানো যাবে। হাসপাতালসহ নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে এ ক্যাপসুল সংরক্ষিত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত