ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২০, ১৫:৩৬

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তাপমাত্রা সামান্য বাড়তে না বাড়তেই আরেক দফা শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘চলমান শৈত্যপ্রবাহের সাময়িক উন্নতি হচ্ছে। তাপমাত্রা বাড়ছে। তবে তা কেটে যেতে না যেতেই ১০ জানুয়ারি থেকে তাপমাত্রা ফের কমতে থাকবে। এসময় উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাবে।’

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দেয়া পূর্বাভাসে বলা হয়, আগামী শনিবার থেকে সোমবার (১১-১৩ জানুয়ারি) এ তিনদিনে শীতের দাপট অনেকটাই বাড়তে পারে।

এর আগে ডিসেম্বরের শেষ দিকে এবং জানুয়ারির শুরুতে রাজধানী ঢাকাসহ সারাদেশে দুই দফা মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত