ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ফরিদপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে সম্মাননা

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২০, ১৭:৫৫

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে সম্মাননা

ফরিদপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী সম্মাননা ও বার্ষিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে গোয়ালচামটস্থ শ্রীধাম শ্রীঅঙ্গণে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিপক রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানাম সম্প্রদায় বাংলাদেশের সভাপতি কান্তি বন্ধু বহ্মচারী, সরকারী রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল আজম শাকিল, পূজা উৎযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অরুন মন্ডল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক অভিজিৎ কুমার বিশ্বাস।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফরিদপুর জেলা কার্যালয়ের বিভিন্ন উপজেলার ৫ জন শ্রেষ্ঠ শিক্ষক, ১০ জন কৃতি শিশু শিক্ষার্থী ও ৮ জন গীতা শিক্ষার্থীকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়া বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ৫৫ জনকে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত