ঢাকা, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

সীমান্তে যৌথ টহল দেবে বাংলাদেশ-মিয়ানমার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২০, ২২:২৬

সীমান্তে যৌথ টহল দেবে বাংলাদেশ-মিয়ানমার
প্রতীকী ছবি

বাংলাদেশের সীমন্ত রক্ষী বাহিনী বিজিবি এবং মিয়ানমার পুলিশ ফোর্সে বা এমপিএফ এর মধ্যে অনুষ্ঠিত ৫ দিনব্যপী উচ্চ পর্যায়ের সীমন্ত সম্মেলন শেষ হয়েছে। ঢাকায় অনুষ্টিত এ সম্মেলনের পর যৌথ টহলে একমত হয়েছে উভয় দেশ।

সম্মেলন শেষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, সীমান্তে চোরাচালান, মানব পাচার, অনুপ্রবেশ বন্ধ করতেও রাজি হয়েছে প্রতিবেশী এই দুই দেশ।

বিজিবি সূত্র জানিয়েছে সম্মেলনে দুই পক্ষ নয়টি বিষয়ে একমত হয়েছে যার মধ্যে রয়েছে মাদক চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স, অস্ত্র চোরাচালান ও মানব পাচার রোধ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক দেশ অপর দেশকে সহযোগিতা করা।

আরো পড়ুন: এক বছরে সীমান্ত হত্যা বেড়েছে ১২ গুণ

সম্মেলনে বিজিবির পক্ষ থেকে সীমান্তে স্থল মাইন অপসারণের কাজে সহযোগিতার জন্যে মিয়ানমারকে অনুরোধ করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা দেশটির চিফ অব পুলিশ জেনারেল স্টাফ বিগ্রেডিয়ার জেনারেল মায়ো থান বলেছেন তার দেশের সীমান্ত রক্ষীরা সীমান্তে মাইন পুতে নাই বরং এ কাজটি করেছে সন্ত্রাসীরা।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত