ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

রাজশাহীতে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন

  রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২০, ১৯:৪৯

রাজশাহীতে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন

রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নগরীর ১৩নং ওয়ার্ডের দড়িখরবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি শিশুদের ক্যাপসুল খাওয়ান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম প্রমুখ।

রাজশাহী মহানগরীতে স্থায়ী কেন্দ্র ৩৮৪টি ও ৪১টি ভ্রাম্যমাণ কেন্দ্রে ৬-১১ মাস বয়সি ৭ হাজার ৯৫০ জন শিশু ও ১২-৫৯ মাস বয়সি ৫৪ হাজার ২১৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করেছে রাসিক।

এ কাজে ৭৬৮ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত ছিলেন। ৬-১১ মাস বয়সি সকল শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সি সকল শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত