ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ভূমি অফিসের অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২০, ১৮:৩৬

ভূমি অফিসের অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ভূমি অফিসের অনিয়ম,দূর্নীতির প্রতিবাদে ও বহিরাগত দখলদারের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জলিরপাড় গ্রামের সর্বস্তরের জনগনের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের জলিরাপাড় বাসষ্ট্যান্ড এলাকায় হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে ও বহিরাগত দখলদারের বিচারের দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করেন তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিত্য বাকচী, বিনাপানি বাকচীসহ অনেকে। এসময় তারা বলেন, লিরপাড় ভূমি অফিসের সাবেক তহশীলদার নজরুল ইসলাম দূর্নীতি ও অনিয়ম করে স্থানীয় ভূমিহীনদের খাসজমি বরাদ্দ না নিয়ে বহিরাগত প্রভাবশালী বাকা মিয়া ও লিটু শেখকে বরাদ্দ দিয়েছে। এরপর থেকে তারা সরকারি জমির উপর বসবাসরতদের হুমকি দিয়ে আসছে। এসময় মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জলিরপার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত