ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৬ মিনিট আগে
শিরোনাম

সুসংবাদ দিল আবহাওয়া অফিস

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০, ১৫:৫৮

বাড়বে তাপমাত্রা, কমবে শীত

আগামী দু’এক দিনের মধ্যে শৈত্য প্রবাহ অঞ্চলভেদে কমতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে সারাদেশের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকবে এবং শীতের তীব্রতাও কমতে থাকবে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, রাজশাহী, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গল অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আজ অব্যাহত থাকতে পারে এবং দু’একদিনের মধ্যে অঞ্চলভেদে কিছুটা কমতে পারে।

তিনি জানান, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় রাত এবং দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত