ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশের মৃত্যুবার্ষিকী আজ

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০, ১৭:৪৭

সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশের মৃত্যুবার্ষিকী আজ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যের ৯ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বুধবার শ্রদ্ধা জ্ঞাপনকালে নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় নরসিংদী জেলা পুলিশের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১১ সালের ১৫ জানুয়ারি নরসিংদী জেলা পুলিশ লাইনসে নির্বাচনী ব্রিফিং-এ যোগদানের উদ্দ্যেশ্যে বেলাব থানা থেকে নরসিংদী আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়ায় সড়ক দুর্ঘটনায় ১০ পুলিশ সদস্য প্রাণ হারায়।

ঘটনার দিন ট্রাকের সাথে পুলিশের পিকআপের সংঘর্ষে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইন্সপেক্টরসহ (তদন্ত) ১০ জন পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন, বেলাব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ খান (৪২), ইন্সপেক্টর (তদন্ত) জিয়াউল হক খান (৪০), এসআই কংকন কুমার মন্ডল (৪৬), কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মন (৪০), কনস্টেবল রিয়াজ (৩৮), কনস্টেবল বজলু (৩৪), কনস্টেবল মাসুদ পারভেজ (৩৬), কনস্টেবল নারায়ণ চন্দ্র (৪০), ড্রাইভার রেজাউল করিম (৩৫) ও কনস্টেবল প্রিয়তোষ (৩৬) ।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত